× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কটিয়াদীতে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল হাজারো মানুষ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৫ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে আলম ভুঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে পৌর এলাকার কামারকোনা মহল্লার ডক্টর' চেম্বার বাড়িতে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে বিনামূল্যে হাজারো মানুষ চিকিৎসা সেবা পেয়েছে। এসময় বিনামূল্যে কিছু রোগীদের ফ্রী ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা নিতে রোগীরা সকাল থেকে ভিড় করেন। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত এই পোগ্রাম চলে। 

এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডাক্তার আব্দুল মুক্তাদির ভুঁইয়া। অনুষ্ঠান ও ক্যাম্প পরিচালনা করেন আলম ভুঁইয়া ফাউন্ডেশন ও ডক্টর'র চেম্বার এর প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ শামীম ভুঁইয়া।

পাঁচজন ডাক্তার নিয়োজিত ছিলেন এই সেবায়। তারা হলেন, ডাঃ মৌটুসী রায়, ডাঃ মেহরাব হোসেন, ডাঃ ইফতেখার আহমেদ ইফতি, ডাঃ শামীম ভুঁইয়া প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেন, মানুষের সেবায় কাজ করছে আলম ভুঁইয়া ফাউন্ডেশন। ভালো কোন কাজে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.