× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘সন্তান আদর্শ ও সৎ হওয়ার পেছনে মায়ের ভূমিকাই বেশি’

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০০ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে এম ইসফাক আহসান (সি আইপি) বলেন, খেলাধুলা, সংগীতচর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও হাতের লেখাসহ বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধা ও মনন বিকাশের সুযোগ হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত থাকলে শিক্ষার্থীরা মাদক ও সন্ত্রাসবাদ থেকে দূরে থাকবে।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষীক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ২০২৩  ও মা সমাবেশ অনুষ্ঠানের প্রধান অতিথির বত্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয় প্রত্যাশাী এম ইসফাক আহসান (সি আইপি) এসব কথা বলেন।

তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারিদের যথাযথ সম্মান দিয়ে নারিদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বহু কাজ করেছেন এবং করে যাচ্ছেন যা বিশ্বের কোন নেতা এখন পর্যন্ত পারেন নি ৷

মায়েদের উদ্দেশে এম ইসফাক আহসান (সি আইপি) বলেন, একটি শিশু জন্মের পর থেকেই সাধারণত মায়ের কাছে থাকে। মা-ই তার প্রথম পাঠশালা। তাই সন্তান আদর্শ ও সৎ হওয়ার পিছনে মায়ের ভূমিকাই বেশি। একটি সন্তান পৃথিবীতে কত বড় হবে, কত ভালো হবে, তার অনেকটাই নির্ভর করে মায়ের উপর। সেজন্য সর্বাগ্রে মা-কে সচেতন হতে হবে। সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তা যথার্থভাবে বাস্তবায়নের প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে হবে।

সব শেষে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল উন্নয়ন মূলক কর্মকাণ্ডে আর্থিক অনুদান প্রদানের আস্বাস দেন এবং পরে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন এম ইসফাক আহসান৷

অনুষ্ঠানে স্বাগত বত্তব্য রাখেন, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মতলব পৌরসভার কাউন্সিলর মো. সারোয়ার হোসেন লিখনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আঁখি,মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, মতলব পৌরসভার প্যানেল মেযর মামুন চৌধুরী বুলবুল, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আ. কাইয়ুম খান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনির হোসেন, শিক্ষার্থী মাহিনী নাহার মাহি প্রমুখ ৷

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.