× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীঘিনালায় সড়ক আইনে ১২ মামলা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৬ পিএম

খাগড়াছড়ির দীঘিনালায় সড়ক পরিবহন আইনে যানবাহন মালিকদের জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার মেইন সড়কের জামতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাতুল আলম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশানার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। তিনি জানান, ‘সড়ক পনিবহন আইন ২০১৮ অমান্য করায় ১২ টি মামলায় ১১ হাজার ২০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।’

এতে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও মোটরসাইকেল চালকের হেলমেট না থাকায় এসকল অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, ‘সড়ক নিরাপদ রাখতে আমাদের এই ভ্রাম্যমাণ আদালত। আমরা সকাল থেকে এখানে অভিযান পরিচালনা করছি। সড়ক পরিবহন আইন লঙ্ঘন করায় ১২ জনকে জরিমানা করেছি।’ 

তিনি আরো বলেন, ‘সকলকে সড়ক আইন মেনে চলতে হবে। তবেই ব্যস্ততম এই সড়কে দুর্ঘটনা ঘটবে না। পর্যটকবান্ধব সমৃদ্ধ দীঘিনালা গড়ার লক্ষ্যে সড়ক নিরাপত্তায় আইনের প্রয়োগ ও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।’


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.