× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উল্লাপাড়ায় ধানের ক্ষতিকর পোকা দমনে আলোক ফাঁদ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৬ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি বিভাগ থেকে আবাদী মাঠের রোপা আমন ধান ফসলের ক্ষতিকর পোকা সনাক্তকরণে আলোক ফাঁদ পাতা হচ্ছে। 

উল্লাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের আবাদী মাঠে রাতে ধান জমিতে পাতা হচ্ছে আলোক ফাঁদ। এরই মধ্যে এক যোগে বিভিন্ন মাঠে আলোক ফাঁদ পাতা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন, রোপা আমন ধান ফসলে বিভিন্ন পোকা ঘুরে বেড়ায়। সব পোকা ক্ষতিকর নয়। এখন উপজেলার বিভিন্ন মাঠে নানা জাতের রোপা আমন ধান ফসল। বেশীর ভাগ মাঠের ধান ফসল এখন কাইচ থোড়। বিভিন্ন মাঠে পাতা আলোক ফাদের থাকা ক্ষতিকর পোকা সপ্তাহের একদিন তার বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ চিহ্নিত করবেন। এরপর সে মোতাবেক কৃষকদেরকে ধান ফসলে সঠিক ঔষধ ব্যবহারের বিষয় জানাবেন।

তিনি আরো বলেন, ফসলের ক্ষতি ও উপকার করে এসব পোকা কৃষকেরা সহজে চিহ্নিত করতে পারেন না। কৃষকদের অনেকেই পোকায় ফসল নষ্ট করবে কিংবা করছে ভেবে কীটনাশক ঔষধ ব্যবহার করেন। এতে আবাদে খরচ বেশী আর ফসলের কম বেশী ক্ষতি হয়ে থাকে।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.