× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বঙ্গবন্ধুর সমাধিতে বিএসপি নেতৃবৃন্দের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৮ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি) নেতৃবৃন্দ।

জাতীয় ও আঞ্চলিক পত্রিকার মালিকদের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি) এর সভাপতি মোজাফফর হোসেন পল্টুর নেতৃত্বে বিএসপি'র নির্বাহী কমিটির সদস্যবৃন্দ সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর (বঙ্গবন্ধুর) প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

এসময় বিএসপির সাধারণ সম্পাদক এ জি কিবরিয়া, সহ সভাপতি , কামরুজ্জামান জিয়া, নীতিশ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মনঞ্জুর বারী মঞ্জু, এবিএম সেলিম আহমেদ, কাজী আনোয়ার কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ বাঙ্গালী, কোষাধ্যক্ষ মো. মফিজুর রহমান খান বাবু, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলামিনুল হক আল আমিন, নির্বাহী সদস্য মো. আরিফিন, টিএম শওকত আলী মোস্তফা, রুমাজ্জল হোসেন রুবেল, ড.খান আসাদুজ্জামান, মো. তাজুল ইসলাম, আব্দুস সালাম, নুরুন নাহার রীতা, আনোয়ার হোসেন আকাশ, এডভোকেট সোহান তাহমিনা, আবুল হাসনাত লিটন, অভি চৌধুরী, মোস্তফা হোসেন চৌধুরী, শাজাহান মিয়া সহ অন্যান্য সম্পাদক ও প্রকাশকগণ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এরপর বিএসপি সভাপতি মোজাফফর হোসেন পল্টু বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.