× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপালে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

২৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫০ পিএম

বাগেরহাটের রামপালে স্থানীয় বিপদাপন্নতা ও যুব ভাবনা বিষয়ক জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৫সেপ্টেম্বর) সকাল ১০টায় রামপাল উপজেলা অডিটরিয়ামে এ্যাক্টিভিস্টা রামপাল, বাঁধন মানব উন্নয়ন সংস্থা এবং একশন এইড বাংলাদেশের সহযোগিতায় একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় ‘জলবায়ু সম্মেলন: স্থানীয় বিপদাপন্নতা ও যুব ভাবনা’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।

রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ,এস,এম মঞ্জুরুল হাসান নেভিগেটর এর দায়িত্ব পালন করেন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামপাল থানা অফিসার ইনচার্জ এস,এম আশরাফুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাসির উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, সাংবাদিক হাওলাদার আ. হাদী, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, বাঁধন এফোরটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মুশফিকুল ইসলাম রিতু। 

এছাড়া সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রামপাল উপজেলার ১৫০ জন যুব প্রতিনিধি, এ্যাক্টিভিস্টা রামপালের প্রতিনিধিবৃন্দসহ সাধারন মানুষ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক মোকাবেলার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তনে উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিপূরন প্রদানের জন্য সকলকে সোচ্চার হতে হবে। জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকা বিশেষ করে নদী তীরবর্তী জেলাগুলোকে ঝুকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। বনায়ন ও সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক মেকাবেলায় সকলে একসাথে কাজ করবে বলে সম্মেলনে সবাই প্রতিশ্রুতি প্রদান করে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.