কুমিল্লার হোমনায় আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মাথাভাঙা ইউনিয়নের জনসাধারণের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলার মাথাভাঙা ভৈরব উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। প্রধান বক্তা ছিলেন হোমনা পৌর মেয়র এড. মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে মাথাভাঙা ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি কবির হোসেন সাধনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি নজরুল খন্দকার ও সাধারণ সম্পাদক কাউসার আহমেদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হান্নান সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান।
আরো বক্তব্য রাখেন দুলালপুর ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন সওদাগর, ঘাগুটিয়া ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি, ভাষানিয়া ইউপি চেয়ারম্যান মো. ছাদেক সরকার সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।