× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিলে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৯ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জে মাছ ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে সোহাগ হোসেন (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চাঁদখানা ইউনিয়নের কাঠগাড়ী পণ্ডিতপাড়ার নাংটি ছিরা বিলে এ ঘটনা ঘটে।

সোহাগ হোসেন ওই এলাকার মনজের হোসেনের ছেলে ও তারাগঞ্জ ও/এ মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। দুই ভাইয়ের মধ্যে ছোট সে।

স্থানীয়, পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে কয়েকজন বন্ধুর সাথে বাড়ির পাশের বিলের মাছ ধরতে যায় সোহাগ। বিলের পানিতে জাল বসাতেই স্রোতে তলিয়ে যায় সে। বন্ধুরা তা দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে খোঁজ করার চেষ্টা করে। দীর্ঘ সময় খোঁজার পর না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিখোঁজ সোহাগকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

এদিকে, নিখোঁজ ছেলের খোঁজে বিলের ধারে এসেছেন সোহাগের মা শেফালী বেগম। নিখোঁজ ছেলেকে পাওয়ার অপেক্ষা করছেন। একই সঙ্গে ছেলের স্মৃতি মনে করে আহাজারি করছেন।

এ সময় সোহাগের মা শেফালী বেগম  বলেন, ‘তোমরা যেভাবে পান আমার বাচ্চাটাকে আনি দেন। আমার অনেক আদরের বাচ্চা। দুপুরে মাছ ধরতে যাওয়ার সময় বলি গেল যে আসিয়া ভাত খাবে কিন্তু বিকেল হয়া গেল আমার বাচ্চাতো আর ঘরে ফিরে না। সবার কাছে অনুরোধ আমার বাচ্চাটাকে আনি দেও আর কিছু চাই না। সবাই খুঁজতেছে কিন্তু আমার বাচ্চা নাই। আল্লাহ আমার বাচ্চাটাকে আমার কাছে ফিরিয়ে দাও।’

তারাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ আহমেদ আব্দুল্লাহ বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে। এছাড়াও রংপুর থেকে  ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। এখনো নিখোঁজ কিশোরের খোঁজ পাওয়া যায়নি।’

চাঁদখানা ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান মোত্তাকিমুর রহমান যাদু  বলেন, ‘ডুবুরিদল ও এলাকার লোকজন খুঁজতেছে আশা করি তাকে দ্রুত পাওয়া যাবে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.