× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বকশীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২৩, ২১:২০ পিএম

জামালপুরের বকশীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন ও অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। 

সেমিনারে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা বণিক সমিতির সদস্য সচিব শাকিল তালুকদার, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক এমদাদুল হক লালন, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ। 

সেমিনারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী, মাংস ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের প্রয়োগ করা, বেশি মূল্যে মাংস বিক্রি বন্ধ করা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি করা, বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যকারিতা জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.