× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নড়াইলে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন

নড়াইল প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৮ পিএম

পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন, ক্যাডার কম্পোজিশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, নড়াইল জেলা কমিটি। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, নড়াইল জেলা কমিটির পক্ষে জনাব আ.ন.ম আরিফুল হক। 

এ সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ড. সায়েম আলী খান। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন প্রফেসর খাঁন শাহাবুদ্দিন, উপাধ্যক্ষ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, প্রফেসর একেএম আহসান হাবীব, অধ্যাপক উদ্ভিদবিজ্ঞান বিভাগ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, জনাব মো. আকবর হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, নড়াইল সরকারি মহিলা কলেজ, জনাব আনন্দ মোহন বিশ্বাস, সম্পাদক, শিক্ষক পরিষদ ও সহযোগী অধ্যাপক, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, নড়াইলসহ নড়াইল জেলা কমিটির প্রায় ৫০ জন সদস্যবৃন্দ।

সংবাদ সম্মেলনে আক্ষেপের সাথে জানানো হয়, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সার্বিক শিক্ষা ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রনের জন্য শিক্ষা ক্যাডার সৃষ্টি করা হলেও দীর্ঘ বছরেও শিক্ষা ক্যাডারকে বিশেষায়িত পেশা হিসেবে গড়ে তোলা হয়নি, বরং আরো সংকুচিত করা হয়েছে।

সম্মেলনে শিক্ষায় জাতীয় লক্ষ অর্জনে উপজেলা, জেলা, অঞ্চলে শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর ও প্রকল্পসমূহ পরিচালনায় শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ,শিক্ষা ক্যাডারে পদোন্নতিযোগ্য ৭ হাজার কর্মকর্তার পদোন্নতি প্রদান, মানসম্মত শিক্ষা নিশ্চত করতে শিক্ষার্থী অনুপাতে শিক্ষকের ১২ হাজার ৪৪৪টি পদ সৃজন, অধ্যাপক পদটি ৩য় গ্রেডে উন্নীত করা এবং আনুপাতিক হারে প্রথম ও দ্বিতীয় পদ সৃষ্টি এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে শিক্ষা ক্যাডার নিয়ন্ত্রিত জেলা ও উপজেলা শিক্ষা প্রশাসন প্রতিষ্ঠার দাবি জানানো হয়। এছাড়া শিক্ষা ক্যাডারের তফশীলভূক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের অপসারণ ও শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধি বাতিলের দাবি জানান। 

এসব দাবি পূরণ না হলে আগামি ২ অক্টোবর সারা দেশে একদিনের কর্মবিরতি এবং ১০, ১১ ও ১২ অক্টোবর টানা ৩ দিনের কর্মবিরতি করা হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.