খাগড়াছড়ির দীঘিনালায় প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রেষণামূলক কর্মশালা পরিচালনা করেছে দীঘিনালা সেনা জোন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার দীঘিনালা ইউনিয়নের বানছড়া উচ্চবিদ্যালয় মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার ক্লাস পরিচালনা করেন ০৪ইবি দি বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর নূর নাফিজ ইসলাম।
কর্মশালায় শিক্ষার্থীদের উদ্দেশে মেজর নূর নাফিজ ইসলাম বলেন, ‘শিক্ষা জীবনে সাফল্য পেতে হলে প্রতিদিনের কাজ সময় মত করতে হবে। কোনো কাজ ফেলে রাখা যাবে না। পড়াশোনার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে।’
তিনি আরো বলেন, ‘দেশের জন্য কাজ করার সুযোগ বাংলাদেশ সেনাবাহিনীতে রয়েছে। আর অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে লোক ভর্তি করা হয় না। খুব সহজেই সেনাবাহিনীতে যোগদানের সুযোগ রয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সেনাবাহিনী।’
এসময় দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বানছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতি বিজয় চাকমা সহ স্থানীয় হেডম্যান (মৌজা প্রধান)- কার্বারী (গ্রাম প্রধান), জনপ্রতিধিনিরা উপস্থিত ছিলেন।