খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে জামে মসজিদের উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার পশ্চিম বেতছড়ি বঙ্গবন্ধু পল্লী এলাকায় ‘বায়তুন নুর জামে মসজিদ’র উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম।
এসময় অতিথিরা বায়তুন নুর জামে মসজিদের উন্নয়ন কাজ পরিদর্শন করে মুসল্লিদের সুবিধার্থে অযু খানা তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এসময়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম (লাকী), স্থানীয় মেম্বার, সাংবাদিক সহ আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের সূত্র জানায়, উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সাড়ে ৫ লক্ষ টাকা ব্যায়ে বায়তুন নুর জামে মসজিদ নির্মান করা হয়েছে।
আশ্রয়ন প্রকল্পের ভূমি দাতা আব্দুর রহমান মেম্বার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আসে পাশে মসজিদ না থাকায় সুবিধাভোগীদের জন্য এ মসজিদটি উপজেলা প্রশাসন নির্মান করেছে। এতে করে সুবিধাভোগীদের নামাজের কষ্ট আর থাকছে না।’