× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগঞ্জে ৩ হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০১ পিএম

ভোক্তা অধিকার, বর্জ্য ব্যাবস্থাপনা ও পরিবেশ আইনে লক্ষ্মীপুরের রামগঞ্জে তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তিন প্রতিষ্ঠান থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রামগঞ্জ পৌর শহরে কয়েকটি হাসপাতাল, ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মুনিরা খাতুন। 

এসময় ভোক্তা অধিকার, বর্জ্য ব্যাবস্থাপনা ও পরিবেশ আইনে আল ফারুক হসপিটাল ৫০ হাজার, হলি হোপ হসপিটাল ১ লক্ষ টাকা ও রামগঞ্জ আধুনিক হসপিটাল ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফয়সাল আমিন, নোয়াখালী র‌্যাব ১১ সিপিসি ৩ এর এএসপি গোলাম মোর্শেদ সহ ১৫-১৬ জনের একটি টিম এই অভিযানে অংশগ্রহণ করেন। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনিরা খাতুন বলেন, কোনো হাসপাতালের লাইসেন্স হালনাগাদ নেই, কোনটির আবেদন করা হয়েছে আবার কোনটিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এসব কারণে ভোক্তা অধিকার আইনে তিনটি হাসপাতালকে জরিমানা করে সতর্ক করা হয়েছে। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.