× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এতিমখানার ছাত্রকে ছ্যাকা দিয়ে নির্যাতনের অভিযোগ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১১ পিএম

কুমিল্লার হোমনায় মাদ্রাসার আবাসিক ছাত্র মোহাম্মদ কাইয়ুম নামে ১৪ বছরের ছাত্রকে হাত-পা ও মুখ চেপে ধরে গরম আয়রণ (ইস্ত্রি) দিয়ে নিতম্ব ও পায়ের তালুতে ছ্যাকা ও চিকিৎসা না দিয়ে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে ঘটনার ১০ দিনপর কাইয়ুমর মা মাদ্রাসার আসলে ছেলের নির্যাতনের স্থানে দেখতে পাওয়ায় এমন তথ্য বেরিয়ে আসে, পরে আহত ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে।  

জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে উপজেলার চান্দেরচর ইউনিয়নের নয়াকান্দি মমতাজিয়া আছমতিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই পাষণ্ড নির্যাতন করা হয়। 

আহত মোহাম্মদ কাইয়ুম চান্দেরচর খন্দকার বাড়ির প্রবাসী আবদুল কাদিরের ছেলে সে এতিমখানার পবিত্র কোরআন বিভাগের ছাত্র।

এ বিষয়ে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবদীন বলেন, এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করলে ১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে সংবাদ পেয়ে হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সুষ্ঠু বিচার করার আশ্বাস দিলে উত্তেজিত জনতা শান্ত হয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.