চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারণায় পথসভা অনুষ্ঠিত হয়েছে ৷
মঙ্গলবার বিকেলে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন প্রচারণায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের (মতলব উত্তর-দক্ষিণ) সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল৷
এছাড়ও ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এবং বাগানবাড়ি ইউনিয়নের শ্রীরায়ের চর বাংলা বাজারে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারণায় পথসভা করেন নুরুল আমিন রুহুল ৷
প্রধান অতিথির বক্তব্যে এমপি রুহুল বলেন, ‘মোহনপুরে একটি গোষ্ঠী দীর্ঘদিন সাধারণ মানুষের প্রতি জুলুম, অন্যায় ও অত্যাচারে লিপ্ত ছিল। মানুষ তাদের ভয়ে কোনো কথা বলতে পারতো না। মোহনপুরের মানুষের স্বাধীনতা ছিল না৷ এখন মোহনপুরে শান্তি বিরাজ করছে। মোহনপুরের সাধারণ মানুষ শান্তিতে আছে৷’
তিনি বলেন, ‘যে ব্যক্তি সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে মোহনপুরের উন্নয়নে কাজ করে আসছেন তিনি হলেন কাজী মিজানুর রহমান৷ মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে আগামী সংসদ নির্বাচনে পুনরায় শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করবেন৷’
মিথ্যা মামলায় যাতে আওয়ামী লীগের দলীয় কোনো নিরপরাধ নেত-কর্মীদের হয়রানি করা না হয় এবং প্রকৃত খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি কামনা করেন নুরুল আমিন রুহুল এমপি৷
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদকমণ্ডলীর সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব কাজী মিজানুর রহমান৷
তিনি বলেন, মোহনপুরের মাটিতে যেকোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টিকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে৷ মোহনপুরের শান্তিপ্রিয় মানুষ শান্তিতে আছে সুতরাং কেউ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবেন না৷’
পথসভায় সবাইকে আওয়ামী লীগের পতাকাতলে এসে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনার জন্য নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান কাজী মিজানুর রহমান৷
বিশেষ অতিথির বত্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাার হোসেন খান সুফল৷
মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. বিল্লাল হোসেন মৃধার সভাপতিত্বে ও মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়ের সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন প্রচারণা পথসভায় আরো বক্তব্য রাখেন ফরজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফজলুল হক সরকার, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, সদস্য ও সংবাদ সারাবেলা পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মোহাম্মদ হাবিবুর রহমান, মোহনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লাভলী বেগম, মহিলা নেত্রী জেছমিনসহ অনেকে ৷
পথসভায় উপস্থিত ছিলেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল তপদার, সহ-সভাপতি মো. হুমায়ুন কবিরসহ মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ছেংগারচর পৌরসভা ও মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা৷
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh