বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চুরির সাথে জড়িত এক ব্যক্তিকে আটক করেছে।
আটক ব্যক্তি উপজেলার বর্ণি ছায়রাবাদ গ্রামের হাবিবুল্লাহর ছেলে সিরাজুল শেখ (২১)।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বর্ণি গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। সে দীর্ঘ দিন ধরে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় তার চুরি সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে বলে এলাকাবাসী জানায়।
উল্লেখ, গত ২৫ আগস্ট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কিছু চোর বেশকিছু তার চুরি করে পালানোর সময় তারসহ হাতেনাতে আটক করে পুলিশ। ওই সময় সিরাজুল তার ফেলে পালিয়ে যায়।
রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম আসামি আটক ও একই দিনে আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।