নীলফামারীর কিশোরগঞ্জে মাছ ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে সোহাগ হোসেন (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়।
ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে ২০ ঘণ্টা পর নিখোঁজ ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে।
গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চাঁদখানা ইউনিয়নের কাঠগাড়ী পন্ডিতপাড়ার নাংটি ছিরা বিলে ওই কিশোর নিখোঁজ হয়।
সোহাগ হোসেন ওই এলাকার মনজের হোসেনের ছেলে ও তারাগঞ্জ ও/এ মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। দুই ভাইয়ের মধ্যে ছোট সে।
তারাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ আহমেদ আব্দুল্লাহ বলেন, খবর পেয়ে আমাদের টিম সেখানে উদ্ধার কাজ চালায়ি ২০ ঘণ্টা পর নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন
বিলে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ