× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপালে রাসুল (সা.) নিয়ে কটূক্তি, নারী আটক

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

২৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৭ পিএম

রামপালে নবী ও রাসুল (সা.)কে নিয়ে কটূক্তি করার অভিযোগে রুপালী দাস (৪৫) নামের এক নারীকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় উপজেলার গৌরম্ভা বাজারে ধর্মপ্রাণ মুসলমানরা এক প্রতিবাদ সমাবেশ ও মিছিল করে।

বাগেরহাট জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের গোবিন্দ দাসের স্ত্রী রুপালী দাস গত রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় গৌরম্ভা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে টিউবওয়েলে পানি নিতে যান। ওই একই সময় একই গ্রামের মৃত মজিবর শেখের স্ত্রী মমিনা বেগম (৭৫) ও পানি নিতে যান। ওই সময় রুপালী দাস নবী ও রাসুল (সা.)কে নিয়ে কটূক্তি করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রুপালীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে রামপাল থানা পুলিশ গৌরম্ভা ফাঁড়ির সহায়তায় রুপালীকে হেফাজতে নেয়। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে বাগেরহাট মিডিয়া সেলের ইন্সপেক্টর বাবুল আক্তার অভিযুক্ত নারীকে আটক ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.