নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের বুড়িখোড়া নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ হয়েছেন আজিজুল ইসলাম নামের এক ব্যক্তি।
নিখোঁজ আজিজুল ইসলাম (৫৫) পঞ্চপুকুর ইউনিয়নের চেংমারী এলাকার আজগার আলীর ছেলে ।
স্থানীয়রা জানায়, আজিজুল তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে সোমবার বিকেলে পার্শ্ববর্তী বুড়িখোড়া নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় হটাৎ তাকে নদীতে ডুবে যেতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন করেন। ফায়ার সার্ভিসের ডুবরিদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিকেল সাড়ে ৪টা থেকে উদ্ধার অভিযান পরিচালনা করছে। শেষ খরব পাওয়া পর্যন্ত নিখোঁজ আজিজুল ইসলামের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নীলফামারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ জানান, উদ্ধার অভিযান অব্যহত আছে। রংপুর থেকে ডুবুরিদল ঘটনাস্থলে আসছে। সন্ধান না পওয়া পর্যন্ত অভিযান চলবে।