× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীত গরু বহনকারী নসিমনের ধাক্কায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৮ পিএম

পাবনার ঈশ্বরদীতে শ্যালোর ইঞ্জিন চালিত  গরু বহনকারী তিন চাকার নসিমন গাড়ির ধাক্কায় আব্দুর রহিম (২৮) নামের এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া ইউনিয়নের দরগাপাড়া বাঁশেরহাটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম উপজেলার দাশুড়িয়া বাজারের ওষুধ ব্যবসায়ী ও সলিমপুর ইউনিয়নের জয়নগর হাজিপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী অরনখোলা গরু হাটে আসা নসিমন গাড়ি গরু নিয়ে সন্ধায় দাশুড়িয়ার দিকে যাচ্ছিল। আর ওষুধ ব্যবসায়ী ওষুধ নিয়ে মোটর সাইকেল যোগে দাশুড়িয়া থেকে ঢুলটি মোড়ে যাচ্ছিলেন। পথেমধ্যে ঘটনাস্থলে নসিমনটি সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে গুরুতর আহতভাবে আব্দুর রহিম আহত হন।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপু মন্ডল জানান, স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হাসান বাসির জানান, আহত আব্দুর রহিম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চালক নসিমন নিয়ে পালিয়ে গেছে। নিহতের স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.