× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গবির ফলিত গণিত বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

গবি প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩০ পিএম

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফলিত গণিত বিভাগের স্নাতক ৮টি ব্যাচের নবীনবরণ ও ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে মনোজ্ঞ আয়োজনের মাধ্যমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। 

বিভাগের বিভাগীয় প্রধান কনক চন্দ্র রায়ের  সভাপতিত্বে দিনব্যাপী এ আয়োজনের প্রথম পর্বে ছিল আলোচনা সভা ও নবীনদের এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক প্রদান।  দ্বিতীয় পর্বে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বিভাগের সিনিয়র প্রভাষক দিলরুবা পানসি বলেন, গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী স্যারের স্বপ্নের বিভাগ ছিল ফলিত গণিত। তিনি চেয়েছিলেন গ্রামের প্রতিটি প্রতিষ্ঠানে যেন গণিতের ভালো শিক্ষক থাকে। সেই চিন্তার উপর দাড়িয়ে আমাদের ফলিত গণিত বিভাগ। আমার নবীন শিক্ষার্থীদের প্রতি আমার পরামর্শ থাকবে তোমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও প্রেক্ষাপট জানবে এবং আগামী চারটি বছর খুব সুন্দর ভাবে পার করবে। আর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি- বিদায় অত্যন্ত বেদনার, তবে প্রকৃতির নিয়ম বিদায় নিলে তবেই নবীন আসে। এটা ভেবে ভালো লাগছে যে তোমরা শিক্ষা জীবনের সমাপ্তি করে ভবিষ্যৎ কর্ম জীবনে সূচনা করতে যাচ্ছ।

বিভাগীয় প্রধান কনক চন্দ্র রায় বলেন, ২০১০ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যত গুলো ব্যাচ বের হয়েছে সবাই ভালো জায়গায় জব করছে। বিদায় হবে এবং নবীন আসবে এটা সব সময় হয়ে এসেছে। নবীনরা তোমরা এখন থেকেই একটা করে গণিত বিষয়ে টিউশন নাও। তাহলে তোমাদের গণিতের  সাধারণ জ্ঞানে স্ট্রং থাকবে। বিদায়ী শিক্ষার্থীরা তোমরা এখন ভালো করে প্রস্তুতি নাও চাকুরির জন্য। একটু কষ্ট করলেই ফলিত গণিত থেকে ব্যাংক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি পাওয়া খুব সহজ।

২৭তম বিভাগের নবীন শিক্ষার্থী মঞ্জুরা আক্তার বলেন, জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি পর্বের সফল সমাপ্তির পরে আমরা আজ সম্পূর্ণ নতুন এবং মুক্ত জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছি। এখানে রয়েছে জ্ঞান চর্চার  উন্মুক্ত অবকাশ এবং স্বাধীন চিন্তা বিকাশের অপূর্ব সুযোগ। নিরন্তর সাধনা ও পঠন পাঠনের মাধ্যমে বিকশিত হোক  আমাদের মেধা ও মননশীলতা ।

বিদায়ী শিক্ষার্থী ঝর্ণা আক্তার জানান, বিদায় একদিকে যেমন বেদনার, অন্যদিকে সম্ভাবনার। এইতো সেদিন নবীন ছিলাম, বিদায় নেওয়ার সময় আজ। আজকের এইদিনে সুকান্ত ভট্টাচার্য্যের সেই চরণ বারবার মনে পড়ছে- এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ন পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে। চলে যেতে হবে আমাদের। বিশ্ববিদ্যালয় জীবনের দীর্ঘসময় শিক্ষকদের যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি তা সত্যি অনন্য। আমাদের শিক্ষকরা আমাদের যে সুন্দর স্বপ্ন দেখিয়েছেন আমরা যেন তার মর্যাদা রাখতে পারি।

রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ বলেন, আমি তিন বছর হয়েছে গণ বিশ্ববিদ্যালয় এসেছি। তখন থেকেই শুনে এসেছি ডা. জাফরুল্লাহ চৌধুরী স্যারের স্বপ্নের বিভাগ ছিল ফলিত গণিত বিভাগ। আর তাই স্যারের অবর্তমানে তার সকল স্বপ্ন বাস্তবায়ন করবো এবং সেই সাথে এই বিভাগের সকল শিক্ষার্থীদেরকে বিশেষ  সুযোগ-সুবিধা দেয়া হবে। যারা নতুন এসেছো তাদের স্বাগত জানাই। 

এ সময় আরও কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক আবু হারেজ, প্রক্টর মো: রফিকুল আলম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন মো: করম নেওয়াজ, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.