× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেফতার

রংপুর ব্যুরো

২৭ অক্টোবর ২০২৩, ১৪:৫৩ পিএম

ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগে রংপুরে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নিয়মিত অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে দাবি করছে পুলিশ। 

এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, ঢাকার মহাসমাবেশে নেতাকর্মীদের যোগ দেওয়া ঠেকাতেই পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি করার পাশাপাশি গ্রেফতারসহ হয়রানি করছে।

মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন জানান, বুধবার (২৫ অক্টোবর) রাতে নগরীর ৬টি থানার বিভিন্ন এলাকায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সবুজ, ২০নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সাব্বির হায়দার আশিক, একই ওয়ার্ডের যুবদল নেতা শুভ, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়।

এছাড়াও বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল থেকে পুলিশ অভিযান চালিয়ে মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ ও হারাগাছ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেলকে গ্রেফতার করেছে।

বিএনপি নেতারা বলেন, গ্রেফতারের মাধ্যমে পুলিশ ঢাকার সমাবেশে নেতাকর্মীদের ঢল আটকাতে পারবে না। আমরা সকল জুলুম-নির্যাতন উপেক্ষা করে ঢাকার সমাবেশকে সফল করবো এবং এই সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ।

এদিকে বিএনপি নেতাদের অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, স্বাভাবিক দিনের মত পুলিশ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেছে। এ কার্যক্রমে বিভিন্ন মামলার ২০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। যাদের প্রত্যেকের নামে মামলা রয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.