আগামী ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে চরফ্যাশন থেকে বিএনপির প্রায় ১৫ হাজার নেতাকর্মী ঢাকায় অবস্থান নিয়েছেন।
সেখানে তারা হোটেলে কি'বা মসজিদে না থেকে আত্মীয়স্বজনদের বাড়িতে থাকবেন-এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
চরফ্যাশন উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের একান্ত বিশ্বস্ত চরফ্যাশন উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া অভিযোগে জানান, ঢাকার সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যেই চরফ্যাশনের অনেক বিএনপির নেতাকর্মীদের উপর হামলা শুরু করেছে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনি। এ পর্যন্ত উপজেলার বিএনপির অঙ্গ-সংগঠনের ৭ জন নেতা কর্মীর উপর হামলা করেছে ওই বাহিনীটি।
চরফ্যাশন উপজেলার যুবদলের সভাপতি আশরাফুর রহমান দিপু জানান, উপজেলার ২১টি ইউনিয়নে যুবদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন রয়েছে। প্রতিটি অঙ্গসংগঠন থেকে কমপক্ষে ৫শ জন করে নেতাকর্মী ঢাকায় অবস্থান নিয়েছেন। সবমিলিয়ে যার সংখ্যা কমপক্ষে ১৫ হাজার।
তিনি আরো জানান, ইতোমধ্যে অনেকেই ঢাকায় চলে গেছেন, তাদের বলা হয়েছে হোটেল না থেকে আত্মীয়স্বজনদের বাড়িতে থাকার জন্য।
বিএনপির একটি সূত্র জানায়, বিএনপির ইউনিয়ন সভাপতি কিংবা সাধারণ সম্পাদক যে কেউ একজন ঢাকায় যাবেন। অপরজন এলাকাতেই থাকবেন। যাতে কোনো ধরনের নির্দেশ এলে এলাকা থেকে পদক্ষেপ গ্রহণ করতে পারেন। সেই হিসেব অনুযায়ী প্রতিটিইউনিয়নের একজন শীর্ষ নেতা ঢাকায় যাবেন।
উল্লেখ, আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি। এই মহাসমাবেশ থেকে সরকার পতনের মহাযাত্রা শুরু করা হবে বলে ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।