× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বি‌ভিন্ন কৌশলে ঢাকার পথে রংপুরের বিএনপি নেতাকর্মীরা

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

২৭ অক্টোবর ২০২৩, ১৬:৪৩ পিএম

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার একদফা দাবিতে শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। এ মহাসমাবেশে যোগ দিতে রংপুর মহানগরীসহ বিভাগের আট জেলা থেকে দশ হাজার নেতাকর্মীকে ঢাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। ইতিমধ্যেই ৫ হাজার হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। 

শুক্রবার (২৭ অক্টোবর) বাকিরা চলে যাবেন বলে দলের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

এদিকে পুলিশি গ্রেপ্তার, হয়রানি ও তল্লাশি এড়াতে ভিন্ন কৌশল অবলম্বন করতে বিভিন্ন দিকনির্দেশনা অনুসরণ করছেন বিএনপি নেতাকর্মীরা। ঢাকায় মহাসমাবেশের উদ্দেশ্যে যাওয়া নেতাকর্মীদের দলবদ্ধ ভাবে না যাওয়া, হোটেল-মেসে না থাকা, স্মার্ট ফোন না ব্যবহার করাসহ নানা নির্দেশনা দেওয়া হয়েছে। তবে রংপুর থেকে ঢাকায় যেসকল নেতাকর্মী গিয়েছেন এবং আজ যাবেন তাদের ব্যয়ভার কারা বহন করবে, তা নিয়ে মুখ খুলছেনা জেলা ও মহানগর। গত সোমবার (২৩ অক্টোবর) বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী সভায় মহাসমাবেশ সফল করতে কৌশল অবলম্বনের ইঙ্গিত দিয়েছেন বলে তৃণমূল নেতাকর্মীরা জানিয়েছেন।

এদিকে মহাসমাবেশ ঘিরে গত দুইদিনে রংপুরে বিএনপি-জামায়াতের বিশ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এপরিস্থিতিতে  নেতাকর্মীরা আশঙ্কা করছেন, যাত্রাপথে তাদের বাঁধা ও হয়রানি করা হতে পারে। হামলাও হতে পারে। রংপুর মহানগর ও জেলার তৃণমূল পর্যায়ের একাধিক নেতাকর্মীর সাথে কথা বলে এমন আশঙ্কার কথা জানা গেছে। তবে মহাসমাবেশের আগেই আগাম রংপুরের অনেক নেতাকর্মী ঢাকায় রওনা হয়েছেন। বাঁধা ও হয়রানি এড়াতে আগাম যাওয়ার পথ বেছে নিয়েছেন তারা।

ঢাকার মহাসমাবেশে বিএনপিসহ তাদের মিত্র দলগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। এছাড়াও রংপুর মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজুসহ মহানগর ও জেলার পদ বঞ্চিত নেতাকর্মীরা আলাদাভাবে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণ ও মুক্তির লক্ষ্যে ১ দফা দাবিতে  সোমবার রংপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক এমপি ও দলটির যুগ্ম মহাসচিব হারুন উর রশীদ। তিনি তার বক্তব্যে বলেন, আগামী ২৮ তারিখ বিএনপির মহাসমাবেশ ঢাকায় করা হবে। সমাবেশকে ঘিরে আমাদের সব রকম প্রস্তুতি আছে, সেদিন আমরা আগামী কর্মসূচি দেব। রংপুর মহানগর ও জেলার সকল নেতৃবৃন্দ প্রস্তুুত আছেন তো। এসময় উপস্তিত নেতাকর্মী হাঁ সূচক জবাব দেন। তারা মহাসমাবেশ সর্বোচ্চ শক্তি নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

বিএনপি নেতারা জানান, গত দুদিন ধরে বিভিন্ন কৌশলে নেতাকর্মীরা বাসে-ট্রেনে অনেকে ভেঙে ভেঙে সড়ক পথে ঢাকায় যাচ্ছেন বলে জানা গেছে। প্রতিবার ঢাকায় কর্মসূচিতে যাওয়ার সময় যানবাহন বন্ধ থাকা, পথে পথে তল্লাশিসহ নানা প্রতিবন্ধকতার সম্মুখিন হন তারা। সে কারণে এবার তারা মহাসমাবেশের আগেই অনেকেই ঢাকায় চলে গেছেন। এছাড়া আবাসিক হোটেলে থাকলে সেখানে পুলিশ অভিযান চালিয়ে আটক করে। সে কারণে ঢাকায় হোটেলে থাকার পরিবর্তে বন্ধুবান্ধব অথবা আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে থাকার পরিকল্পনা রয়েছে তাদের। তবে যেভাবেই হোক মহাসমাবেশ সফল করবে তারা।

এদিকে, রংপুর নগরীর কামারপাড়া ঢাকা বাসস্ট্যান্ডে কাউন্টারের ম্যানেজার ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রংপুর থেকে ঢাকায় দিনে-রাতে অন্তত শতাধিক বাস যাতায়াত করে। বেশিরভাগ বাসের অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। একইভাবে রংপুর রেলওয়ে স্টেশনে গিয়েও খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (২৭ অক্টোবর) পর্যন্ত অগ্রিম কোনও টিকিট নেই।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর জেলা সভাপতি নাজমুল আলম নাজু বলেন, সরকার পতনের একদফা আন্দোলনে যোগ দিতে ইতোমধ্যে রংপুরসহ বিভাগের বিভিন্ন স্থান থেকে যে যেভাবে পাচ্ছেন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবো, তাই হাজার হাজার নেতাকর্মী মহাসমাবেশে যোগ দেবে। পুলিশি হয়রানি এড়াতে দলীয় কিছু নির্দেশনা দেয়া হয়েছে। আমরা সংঘাতমুক্ত আন্দোলন কর্মসূচির পথে হাঁটছি, একারণে জনগণ এখনো আমাদের পক্ষে আছে।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু জানান, বিএনপি একের পর এক শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে চলেছেন। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা ও পুলিশ কিছু কিছু জায়গায় বাধা দিচ্ছে। তার পরেও কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি পালন করা হচ্ছে। নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ এসব কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। রংপুর মহানগর ও জেলাসহ বিভাগের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। সরকার চায় না বিএনপি মহাসমাবেশ করুক, একারণে সমাবেশের আগে কিংবা পরে বাস চলাচল বন্ধ করে দিতে পারে। তাই অনেকে দু’একদিন আগে ঢাকায় গিয়ে অবস্থান নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, নেতাকর্মীদের স্মার্ট মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ ঢাকায় বিভিন্ন প্রবেশ পথে তল্লাশির সময় পুলিশ মোবাইল ফোনে খালেদা জিয়া তারেক রহমানের ছবি সম্বলিত কিছু পেলেই আটক করে। সে কারণে সাধারণ মোবাইল ফোন সঙ্গে নিতে বলা হয়েছে।পুলিশের নজরদারি এড়াতে দলবদ্ধ ভাবে বাস করে যাত্রা না করা, বাসস্ট্যান্ডে জড়ো না হওয়াসহ বিভিন্ন পয়েন্ট থেকে কৌশলে বাসে, ট্রাকে, প্রাইভেটকার, মাইক্রোবাসে নিজের মতো করে ঢাকার যাওয়ার নির্দেশনা রয়েছে।

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম জানান, ঢাকার মহাসমাবেশ শান্তিপূর্ণ হবে। ফলে যারা যাওয়ার তারাই যাবেন। ঢাকায় নেতাকর্মীদের যাতায়াত, অবস্থান এবং খাওয়া-দাওয়াসহ সার্বিক ব্যয় কারা মেটাবেন সে দলের ব্যাপার। এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.