বরিশাল বিএনপির ৯ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি করেছেন মহানগর ও জেলা বিএনপি নেতারা।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বরিশাল ও ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বরিশাল থেকে গ্রেফতার হয়েছেন মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সুলতান শরীফ ও রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জামাল হোসেন। বৃহস্পতিবার রাতে সুলতান শরীফকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এবং জামালকে জাগুয়া ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়। তারা বিএনপির মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় যাচ্ছিলেন।
মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন জানান, শুক্রবার ভোরে ঢাকার জগন্নাথ কলেজের সামনে থেকে গ্রেফতার হন বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব কাজী গোলাম কিবরিয়া মুন্না, সদস্য ফারুক হোসেন ও ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন। লঞ্চ থেকে ঢাকায় নেমে গন্তব্যে যাওয়ার সময় ওয়ারী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য আবু নাসের রহমত উল্লাহ জানান, শুক্রবার রাতে ঢাকার যাত্রাবাড়ী উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ হোসেন এবং মহানগরের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদ খানকে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে গ্রেফতার করা হয়।
গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়ন বিএনপির পদহীন নেতা শাহদত খানকে শুক্রবার বেলা ১২টায় মাহিলাড়া বাজার থেকে এবং বাজারের প্রোল্ট্রি ব্যবসায়ী বিএনপি সমর্থক সবুজ সিকদারকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এ তথ্য জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সজল সরকার।
পুলিশ জানিয়েছে, যারা গ্রেফতার হয়েছেন তাদের নামে পুরোনো মামলা রয়েছে।