× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বকশীগঞ্জে বিষপানে মৃত্য যুবকের মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

২৭ অক্টোবর ২০২৩, ১৮:০৯ পিএম

জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে বিষপানে শাহীন আলম (২৪) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

নিজ বাড়িতে বিষপানে মৃত্যুর ঘটনায় শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা পশ্চিম কামালের বার্ত্তী গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করে। 

কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুল ইসলাম জানান, সাধুরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালের বার্ত্তী গ্রামের আমজাদ আলীর ছেলে শাহীন আলম (২৪) বিষপানে মৃত্যুবরণ করেছেন এমন খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি এবং সুরতহাল শেষে শুক্রবার দুপুরে মর্গে পাঠিয়েছি।

এর আগে শেরপুর জেলা সদর হাসপাতালে ভোর ৫টার দিকে মৃত্যুবরণ করেন শাহীন আলম। 

স্থানীয়রা জানান, পারিবারিক কলেহের জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নিজ ঘরে বিষপান করেন শাহীন আলম।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.