× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লালমনিরহাটে ১৩ কেজি গাঁজাসহ ট্রাকচালক আটক

লালমনিরহাট প্রতিনিধি

২৭ অক্টোবর ২০২৩, ১৮:৩০ পিএম

লালমনিরহাট সদর থানা পুলিশ ১৩ কেজি গাঁজাসহ একজন ট্রাকচালককে আটক করছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক এসময় জব্দ করে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) লালমনিরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উমর ফারুখের নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় বড়বাড়ি থেকে বগুড়াগামী একটি ট্রাক তল্লাশি করে। এসময় ট্রাক থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

গাঁজা পরিবহন করার অপরাধে ট্রাকের চালক এরশাদুল ইসলাম (২৮)কে আটক এবং মিনি ট্রাকটি জব্দ করে পুলিশ।

আসামি এরশাদুল ইসলাম বগুড়া জেলার সদর উপজেলার আদর্শ গ্রামের বাদশা মিয়ার ছেলে।এসময় গাড়িতে থাকা অপর আসামি বগুড়া জেলার সদর থানার কালিবেলা গ্রামের কাশেম মিয়ার ছেলে বুলবুল মিয়া কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

লালমনিরহাট সদর থানার তদন্ত ওসি স্বপন কুমার রায় গাঁজা উদ্ধার ও আসামি গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, একটি ট্রাক জব্দসহ একজন আসামি গ্রেফতার করা হয়েছে। অপর পলাতক আসামি গ্রেফতারে শিগগরই অভিযান পরিচালনা করা হবে। ধৃত আসামিকে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.