× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উল্লাপাড়ায় ১২৭ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

২৭ অক্টোবর ২০২৩, ১৯:১১ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১২৭ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মারুফ হোসেন।

তিনি জানান, শুক্রবার সকাল ১১.৪০টার র‌্যাব-১২’র সদর কোম্পানীর একটি দল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রাধানগর গ্রামস্থ ময়দা মিলের সামনে বগুড়া টু পাবনাগামী পাঁকা রাস্তায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১২৭ বোতল ফেন্সিডিলসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়। 

এছাড়াও তার সাথে থাকা মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও নগদ ৯০০ টাকা জব্দ করা হয়।

আটককৃত আসামি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পানিয়াল গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে আহসান মো. সরোয়ার হোসেন (৩২)। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিলো।

আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাব-১২ সিপিএসসি স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.