× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে অবরোধে পুলিশের টহল জোরদার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২৩, ১৪:৩৫ পিএম

সারাদেশে বিএনপি-জামায়াত ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচি জনজীবনে তেমন প্রভাব পড়েনি।

মঙ্গলবার ভোরে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সময়মত কুড়িগ্রাম উদ্দেশ্য ছেড়ে গেছে।

আবার দেড় ঘন্টা দেরিতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।অন্য দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারী ট্রেনটি পাটগ্রামে উদ্দেশ্য ৬.৩০টায় ছেড়ে গেছে।সকাল ৮.৫০টায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি দিনাজপুর বিরল ষ্টেশন উদ্দেশ্য ছেড়ে গেছে। 

এ বিষয়ে বদরগঞ্জ ষ্টেশন মাস্টার সিদ্দিকুর রহমান বলেন, অবরোধ ট্রেন চলাচল কোন সমস্যা হচ্ছে না। সময়মতো সব ট্রেন যাওয়া আসা করছে।

বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবতী বলেন, অবরোধ হচ্ছে না বলবো না আংশিক পালন করছি।বিভিন্ন বাস ট্রাক চলাচল করছে না যাত্রী শূন্য দেখা যাচ্ছে ।তিনি আরে বলেন, আমরা শান্তি পূর্ন আন্দোলন বিশ্বাসী।

এ দিকে পৌরশহরে সিএনএ,ইজিবাইক, মিনি ট্রাক, মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। তবে পার্বতীপুর রংপুর রুটে বাস, চলাচল করতে দেখা যায় নি। দূরপাল্লার কোন বাস চলাচল করেনি।

নাম প্রকাশ না করার শর্তে এক বাস চালক বলেন,আমাদের একটি বাসের মূল্য অনেক। বাস চালালে কোন রকমের দুর্ঘটনা ঘটলে এর ক্ষতিপূরন কে দিবে এজন্য ভয়ে আমরা বাস রাস্তায় নামায়নি।

দূরপাল্লার বাসের এক চালক বলেন,আমাদের অনেক জায়গার উপর দিয়ে যেতে হয় যদি কোন ক্ষতি হয় এর দায় দায়িত্ব কে নেবে।তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর দলাদলিতে সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম মজুমদার বলেন, বদরগঞ্জ উপজেলা জুড়ে পুলিশি টহলের জোরদার করা হয়েছে ।এছাড়াও ডিএসবি,এনএসআই, গোয়েন্দাবাহিনী নজরদারি বাড়ানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.