ঝালকাঠি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্ধোধন করা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার প্রধান অতিথি হিসেবে স্মার্ট কর্নার উদ্বোধন করেন।
স্মার্ট কর্নারে আওয়ামী লীগের মিডিয়া সেলের কর্মীরা কাজ করবে। বিভিন্ন গুজব প্রতিরোধে মিডিয়া সেল কাজ করবে। এখান থেকে সরকারের উন্নয়ন প্রচার করা হবে বলেও জানান জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
পরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কবির বিন আনোয়ার। এ সময় তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা যদি দেশ থেকে পালিয়ে যেতে পারত, তবে কি পরিমান গুজব ডালপালা ছড়িয়ে পরত, তা আনুমান করা মুশকিল। বিএনপি যে উদ্দেশ্যে তাকে এনেছে তার থলের বিড়াল বেড়িযে গেছে। তাদের রাজনীতি ধংসাত্বক, হিংসাত্বক, মিথ্যাচার করা, প্রপাগান্ডা করাসহ বিভিন্ন অপপ্রচার করা।
এসব মিথ্যাচার ও গুজবের বিরুদ্ধে একদল তরুণ সাইবার যোদ্ধা তৈরি করা হচ্ছে। ইতেমধ্যেই ৫২টি জেলায় স্মার্ট কর্নার স্থাপন করা হয়েছে। এখানে দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাঁরা সরকারের উন্নয়ন প্রচার করবে। এর বাহিরেও তরুন প্রজন্মের প্রশিক্ষিত একদল কর্মী থাকবেন। যারা বিএনপির সকল গুজব ঠেকাতে কাজ করবে। নির্বাচনের পরে উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও এ কর্মকান্ড ছড়িয়ে দেওয়া হবে। এর অংশ হিসেবে আজকের এই স্মার্ট কর্নার ও অনলাইন ক্যাম্পের প্রশিক্ষনের বিষয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সুরুজ, জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির, মহিলা আওয়ামী লীগ সভাপতি ইসরাত জাহান সোনালী।