২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে অংশ নেওয়ায় মামলা-হামলার ভয়ে ভোলার চরফ্যাশন উপজেলার বিএনপি'র অঙ্গসংগঠনের ১৫ হাজার নেতাকর্মী এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। সবাই এখন ঢাকায় অথবা আত্মীয়স্বজনের বাসায় পালিয়ে রয়েছেন।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, ও উপজেলা যুবদলের সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজিসহ একাধিক নেতার অভিযোগ, সম্প্রতি ঢাকায় মহাসমাবেশে অংশ নেওয়ায় উপজেলার ২১টি ইউনিয়নের বিএনপি'র নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশের তল্লাশি ও ধরপাকড় শুরু এবং চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ সন্ত্রাস বাহিনীর হামলার ভয়ে এলাকা ছাড়া হয়েছেন ওইসব এলাকার বিএনপি'র নেতাকর্মীরা। স্থানীয় থানা পুলিশকে অবগত করতে চাইলেও তারা মোবাইল ফোন রিসিভ করে না।
তারা আরো জানান, বিএনপি'র সমর্থক পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের আবু তাহের ফরাজি, চরমাদ্রাজের আলমগীর কাজী, ওসমানগঞ্জের সহিজল মাষ্টার, ও আবু বেপারীর বিরুদ্ধে কোন ওয়ারেন্ট নেই। সমাবেশে যাওয়ায় তাদেরকে পুলিশ আটক করেছে। এবং গত রোববার পৌরসভা আজাদের দোকান, চর মাদ্রাজের মাসুদের দোকান, কেরামতগঞ্জের আব্দুর সাত্তারের দোকান, চরমাদ্রাজ নতুন সুইস গেইটের লোকমানের দোকান, শশীভূষণ আক্তারের কফি হাউজ এবং দক্ষিণ আইচা যুবদলের সভাপতি ইকবাল হাওলাদারের অফিস সহ আসবাবপত্র, রিয়াজের ক্যাডেট স্কুলের আসবাবপত্র, সালাউদ্দিনের ইলেকট্রনিকস দোকান, সোহাগের জুতার দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে ওইসব ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থকরা।
এছাড়াও উপজেলায় নাম না-জানা প্রায় শত-শত বিএনপি সমর্থকদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর থেকেই চরফ্যাশন উপজেলা বিএনপি'র ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা-মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি বলেন, চরফ্যাশনে আওয়ামী লীগ সংগঠনে কোনো সন্ত্রাস বাহিনী নাই। ঢাকা সমাবেশে যাওয়ায় চরফ্যাশনের বিএনপি নেতাকর্মীদের দোকানপাট বন্ধ করা হয়নি। কাউকে কোনো ধরনের হামলা বা ভয়ভীতি দেখানো হয়নি। তারা নির্ভয়ে দোকানপাট খুলে ওপেন চলাফেরা করছে। শুধু শুধু বিএনপির লোকেরা আওয়ামী লীগের নামে মিথ্যা কথা রটাচ্ছ।
সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান জানান, ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে কাউকে গ্রেফতার করেনি পুলিশ। উপজেলায় কোন কিছুর আশঙ্কা নেই। এখানকার পরিবেশ শান্ত। অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না।