× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুড়ীতে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২৩, ১৬:৩৩ পিএম

মৌলভীবাজারের জুড়ীতে একটি বেইলি ব্রিজে বালুবোঝাই ট্রাক আটকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। 

সোমবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়কের উত্তর ভবানীপুর ডাক বাংলো এলাকায় এ ঘটনা ঘটে। এ কারণে শিক্ষার্থী সহ দুর্ভোগে পড়েছেন বৃহৎ এলাকার জনগোষ্ঠী । 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ২টার দিকে মালবোঝাই ট্রাকটি বেইলি ব্রীজ অতিক্রম করছিল। এ সময় ট্রাকের চাপে স্টিলের পাটাতন ছুটে ব্রীজটি ভেঙে যায়। এরপর ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সড়কে উপজেলার পশ্চিম জুড়ী, পূর্ব জুড়ী, সাগরনাল, গোয়ালবাড়ী ও ফুলতলা ইউনিয়নের লোকজন চলাচল করেন। এ ছাড়া তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ও হাজী আপ্তাব উদ্দিন আমেনা খাতুন কলেজ সহ একাদিক স্কুলের শিক্ষার্থীরাও সেতুটি দিয়ে আসা-যাওয়া করেন। ব্রীজটি ভেঙে যাওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

প্রকল্পটির সাব ঠিকাদার জহিরুল ইসলাম বলেন, ব্রিজের নির্মাণ কাজ চলছে। বেইলি ব্রিজটি দেওয়া হয়েছে শুধু সাধারণত মানুষ চলালচের জন্য। আমাদের সাইনবোর্ডে লেখা আছে ৫ টনের অধিক ভারি যানবাহন চলাচল নিষেধ। এই গাড়ীটি আইন অমান্য করে প্রায় ৪০ টনের অধিক ভারি লোড বহন করায় বেইলি সেতুটি ভেঙ্গে গেছে। আমরা গাড়ীর মালিক পক্ষকে মামলা করবো। সাধারণ মানুষ চলালচের জন্য প্রাথমিক ভাবে বিকল্প রাস্তা করে দেওয়া চেষ্টা করছি। গাড়ীটি মালিক পক্ষ সরিয়ে নিলে আমরা দ্রুত যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করবো। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.