× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবরোধে ময়মনসিংহে যান চলাচল কিছুটা কম

ময়মনসিংহ ব্যুরো

৩১ অক্টোবর ২০২৩, ১৭:৫২ পিএম

বিএনপি-জামায়াত সমামনাদের ডাকা ৩ দিনের অবরোধের প্রথম দিনের সকাল থেকে ময়মনসিংহ হতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় দুরপাল্লার বাস যাত্রী সংকটে কম ছেড়ে যাচ্ছে। তবে স্বাভাবিকভাবেই চলছে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সরেজমিনে বাস টার্মিনালে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। এছাড়াও নগরীতে অবরোধের দিনে পরিস্থিতি স্বাভাবিকের মতোই মনে হচ্ছে।

এদিকে অবরোধের সমর্থনে মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরীর ব্রিজ মোড় এলাকায় বিএনপি’র একটি ঝটিকা মিছিল বের হয়। এর আগে মঙ্গলবার সকালে বিএনপি’র অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল নগরীর পাটগুদাম স্মৃতি সৌধ থেকে শুরু হয়ে পরে রেলক্রসিংয়ে এসে শেষ হয়।

মিছিল শেষে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় কয়েকটি যানবাহনের গ্লাসও ভেঙে যায়। পরে পুলিশ ধাওয়া করলে নেতা-কর্মীরা পালিয়ে যায়।

মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এ সময় মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া আর কোথাও অবরোধের পক্ষে দলীয় নেতাকর্মীদের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি।এমনকি ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় বিএনপি’র কার্যালয় তালাবদ্ধ। কার্যালয়টির সামনে মোটরসাইকেল মহড়া দিচ্ছে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় বিএনপি-জামায়াত বিরোধী শ্লোগান দেন তারা।

অপরদিকে অবরোধ প্রতিরোধে গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সমর্থনে বিএনপি-জামায়াত বিরোধী এ মহড়ার নেতৃত্ব দেন মহানগর যুবলীগের সদস্য ইয়াছিন আরাফাত শাওন। এতে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা ফয়সাল আহমেদ কিতাব, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান সবুজ প্রমূখ। এছাড়াও সকালে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিনের নেতৃত্বে ছাত্রলীগের নেতারা শহরে মিছিল বের করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘সকাল থেকে কোথাও কোনো ধরনের মিছিল পিকেটিংয়ের খবর পাইনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাব পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।’

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে টিম মাঠে কাজ করছে। ময়মনসিংহ সদরে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি, র‍্যাব, ১৯৮ জন আনসার মাঠে কাজ করছে। সকাল থেকে দু-এক জায়গায় বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে তা প্রতিহত করা হয়। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.