× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে ঝটিকা মিছিল, ভাঙচুর ও সড়ক-রেলপথ অবরোধ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২৩, ১৯:৩৭ পিএম

বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে মঙ্গলবার ভোরে পাবনার ঈশ্বরদীর বিভিন্ন এলাকার সড়ক অবরোধ ও অবরোধের পক্ষে ঝটিকা মিছিলসহ কয়েকটি সিএনজি, অটো রিক্সা ভাংচুর করেছে বিএনপি, জামায়াত ও তাদের সহযোগি সংগঠন। 

আর ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা রেলগেটস্থ রেললাইনে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ কার্যক্রম শুরু করে। এই খবরে তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগের স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, পৌরসভার মেয়র ইছাহক আলি মালিথা, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস ও মিলন চোধুরীর নেতৃত্বে আওয়ামী যুবলীগ মাঠে অবস্থান নেওয়ায় অবরোধ ভন্ডুল হয়ে যায়। উপজেলার শহর ও উপজেলার গুরুত্বপূর্ন এলাকাগুলোতে অবস্থানসহ টহল জোরদার করলে অবরোধকারীরা কর্মসুচি থেকে সটকে পড়েন। 

উপজেলা দাশুড়িয়া গোলচত্তর, নতুনহাট গোলচত্তর, রুপপুর পাকার মোড় ও শহরের রেলগেটস্থ ব্যবসায়ী, পরিবহন চালক ও যাত্রীদের সুত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকায় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল ও পথসভা করে। একই সময়ে ঈশ্বরদী শহরের রেলগেট, দাশুড়িয়া গোল চত্বর বাজার, পাকশী লালন শাহ সংযোগ মহাসড়কের নতুন হাট গোল চত্তর ও রূপপুর গোলচত্তরে ঝটিকা মিছিল করে অবস্থান নেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা সটকে পড়ে।

ভোর সাড়ে ৫টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানের নেতৃত্বে ঈশ্বরদী শহরের রেলগেট ট্রাফিক মোড়, স্টেশন রোড ও রেলগেট রেললাইনের ওপর দাঁড়িয়ে বিক্ষোভ করে উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। এসময় দলীয় নেতাকর্মীরা রেলগেটে সড়কে টায়ার জ্বালিয়ে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ করে।

উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস বলেন, কুষ্টিয়া-দাশুড়িয়া লালন শাহ সেতু সংযোগ মহাসড়কের নতুন হাট গোলচত্তর এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়। এতে বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান, সাহাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম, সলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন মালিথা, ছাত্রদল নেতা আশরাফ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, অবরোধের সমর্থনে দলীয় নেতাকর্মীরা দাশুড়িয়া ট্রাফিক মোড়ে মিছিল ও পথসভা করেছে। এসময় উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মাসুদ রানা মাসুম ও কর্ম পরিষদের সদস্য ডা. মনসুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস বলেন, স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে ও নির্দেশনায় যুবলীগ মাঠে রয়েছে। বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধ কর্মসূচি প্রতিহত করতে যুবলীগ কাজ করছে।

আওয়ামীলীগের স্থানীয় এমপি (পাবনা-৪) বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস বলেন, যেকোন মুল্যে বিএনপি জামায়াতের অবৈধ অবরোধ কর্মসূচি পালনের নামে মানুষ হত্যা, পরিবহনে আগুন সন্তাস ও ভাংচুরসহ বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। এই জন্য নেতাকর্মীদের নিয়ে নিজেও রাস্তায় রয়েছেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার বলেন, ভোরে ফজরের নামাযের পরই জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা আকর্ষিকভাবে কয়েকটি মোড়ে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিলসহ অবস্থান নিয়েছিল। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই অবরোধকারীরা সটকে পড়ে। পুরো শহর ও উপজেলায় জনসাধারণের জানমাল রক্ষার্থে পুলিশী অবস্থান ও টহল চালানো হচ্ছে। ফলে কোথাও কোনরুপ বিশৃঙ্খলা দেখা যাচ্ছে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.