× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নরসিংদীতে ছাত্র শিবিরের ৬ জন গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২৩, ১৯:৪৭ পিএম

নরসিংদীতে নাশকতার মামলায় ইসলামী ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসা শাখার সভাপতিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুইয়া।

এর আগে সোমবার দুপুরে সদর মডেল থানা পুলিশ সদরের গাবতলি সংগীতা এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর বিকালে তাদের আদালতে পাঠানো হয় ।

গ্রেপ্তারকৃতরা হলো- সদর থানার হাফিজপুর উত্তরপাড়ার নুরুল ইসলামের ছেলে ও ইসলামী ছাত্র শিবিরের গাবতলী জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা শাখার সভাপতি আমিনুল ইসলাম (২২), শিবপুরের ঘাগটিয়া এলাকার আঃ লতিফ এর ছেলে বর্তমানে গাবতলি এলাকার বাসিন্দা ইসলামী ছাত্র শিবিরের সদস্য হিসাব উদ্দিন (১৯), সদর থানার বুদিয়ামারা বাজার এলাকার মাহবুব হাসান এর ছেলে ইসলামী ছাত্র শিবিরের সদস্য মোঃ নাইম হাসান (১৯), হাজীপুর মধ্যপাড়ার বাসিন্দা আলম হোসেন এর ছেলে ইসলামী ছাত্র শিবিরের সদস্য আবু সুফিয়ান (১৯), হাজীপুর বড়পাড়া এলাকার আশরাফ উদ্দিন সরকারের ছেলে ইসলামী ছাত্র শিবিরের সদস্য আব্দুল্লাহ সরকার (১৯) ও বেলাব থানার বাজনাব এলাকার আমজাদ হোসেন এর ছেলে ইসলামী ছাত্র শিবিরের সদস্য মোঃ তানভীর হোসেন (১৯)।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুইয়া জানান, গত ২৭ জুলাই সদর থানায় করা নাশকতা মামলার তদন্তে শিবিরের সভাপতি ও সদস্যসহ ৬ জন জড়িত থাকার তথ্য প্রমাণ পায় পুলিশ। পরে তাদের গ্রেপ্তারে সোমবার দুপুরে সদর থানার ঘোড়াদিয়া-গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ইসলামী ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসা শাখার সভাপতিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। আসামীরা গোপনে সংগঠিত হয়ে রাষ্ট্র বিরোধী নাশকতা ও অস্থিতিশীলতার পায়তারা করছিল। আসামিদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.