× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বুড়িরহাট সীমান্তে চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষে বিজিবিসহ আহত ২

লালমনিরহাট প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২৩, ১৯:৫৩ পিএম

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে বিজিবির সাথে গরু চোরাকারবারিদের সংঘর্ষে নায়েক মোহিবুল্লাহ নামের একজন বিজিবি সদস্যসহ ২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১অক্টোবর) সন্ধ্যায় বুড়িরহাট বিওপি কমান্ডার নায়েক সুবেদার গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের খান্ডোরচওড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, গোড়ল ইউনিয়নের সীমান্ত দিয়ে পার হয়ে আসা ভারতীয় গরু নিয়ে চোরাকারবারির একটি দল খান্ডোরচওড়া হয়ে শিয়ালখোওয়ার দিকে যাচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে বুড়িরহাট বিওপির ০১টি টহলদল সীমান্ত পিলার ৯১৮ হতে ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যান্তরে খান্ডোরচওড়া এলাকায় গরু ও চোরাকারবারিদের ধরতে অভিযান চালিয়ে ভারতীয় ১০টি গরু আটক করে। পরে আটককৃত গরু ছিনিয়ে নিতে চোরাকারবারিরা বিজিবির উপর হামলা করে। এতে চোরাকারবারিদের লাঠির আঘাতে বিজিবি সদস্য নায়েক মোঃ মোহিবুল্লাহ আহত হয়। পরিস্থিতির অবনতি হলে টহলদল আত্মরক্ষার্থে রাইফেলের ৩০ রাউন্ড এবং এসএমজির ০৮ রাউন্ডসহ মোট ৩৮ রাউন্ড ফাঁকা ফায়ার করলে চোরাকারিরা পালিয়ে যায়। এসময় স্থানীয় বাসিন্দা সাদেকুল ইসলামের ছেলে পারভেজ হোসেন পাবেল নামের একজন আহত হয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্যরা পৌঁছালে পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে আসে।

গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, বিজিবির সাথে চোরাকারবারীদের সংঘর্ষে একজন বিজিবি সদস্য ও স্থানীয় একজনের আহত হওয়ার কথা শুনেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বুড়িরহাট বিওপি কমান্ডার নায়েক সুবেদার গিয়াস উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খান্ডোরচওড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ টি ভারতীয় গরু আটক করলে চোরাকারবারিরা গরু ছিনিয়ে নিতে বিজিবি সদস্যদের উপর হামলা করে। এতে একজন বিজিবি সদস্য আহত হয়। পরে আত্মরক্ষার্থে বিজিবি ৩৮ রাউন্ড ফাকা গুলি ছুড়ে। বিজিবির উপর চোরাকারবারীদের হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.