অনেক জল্পনা-কল্পনা, আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় মঙ্গলবার মতলব উত্তর উপজেলাবাসীর বহুল কাঙ্ক্ষিত ‘ভবেরচর টু কালিপুর’ সংযোগ সেতুটি অনুমোদিত হয়েছে। সেতুটি নির্মাণের ফলে মতলব উত্তর উপজেলার যোগাযোগ ব্যবস্থায় অনন্য মাইলফলক সৃষ্টি হবে।
বাংলাদেশে এই প্রথম চার হাজার একশ চুয়াত্তর কোটি সাতষট্টি লাখ ছিয়ানব্বই হাজার টাকা ব্যয়ে গজারিয়া মতলব ঝুলন্ত সেতু প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় পাস হলো ৷
মেঘনা ও ধনাগোদা নদীর ওপর এই সেতু নির্মাণ হবে৷ এতে রাজধানী ঢাকার সঙ্গে সড়কপথে চাঁদপুরের সঙ্গে প্রায় ৫০ কিলোমিটার দূরত্ব কমে যাবে।
এদিকে একনেক সভায় সেতুটি অনুমোদিত হওয়ায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে আনন্দ মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা৷
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে আনন্দ মিছিলটি মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের বাড়ির সামনে থেকে বের হয়ে মুদাফর বাজার, মোহনপুর বাজার, মোহনপুর পর্যটন এলাকাসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে পুনরায় চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের বাড়ির সামনে এসে শেষ হয়৷
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন মৃধা, কাজী মোফাজ্জল হোসেন, মোহনপুর ইউপি যুবলীগের সভাপতি ও মোহনপুর ইউপির প্যানেল চেয়ারম্যান বিল্লাল তপদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সহ-সভাপিত হুমায়ুন কবির, যুবলীগ নেতা মো. শাহজাহান,ইউপি সদস্য মো. আল-আমিন, মহিলা নেত্রী রাজিয়া সুলতানা, মোহনপুর ইউপি মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লাভলী বেগম, মহিলা নেত্রী ও ইউপি সদস্য জেসমিন আক্তার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান সানিসহ মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা৷