× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীঘিনালায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

দীঘিনালা প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২৩, ২০:৩৭ পিএম

‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’-প্রতিপাদ্যে খাগড়াছড়ির দীঘিনালায় বিশ্ব হাত ধোয়া দিবস- ২০২৩ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি অনুষ্ঠিত হয়। 

পরে অতিথিরা উপজেলা পরিষদের পরিষ্কার- পরিচ্ছন্নতা কর্ণারে নিজেরা হাতধুয়ে শিক্ষার্থীদের মধ্যে হাত ধোয়ার উপকারিতা তুলে ধরেন। 

এসময় প্রধান অতিথি হিসেবে দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. কাশেম উপস্থিত ছিলেন। 

তিনি বলেন, ‘জনস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যসম্মত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা অপরিহার্য। ডায়রিয়া ও পানিবাহিত নানা রোগ থেকে রক্ষা পেতে স্যানিটেশন ব্যবস্থা ও সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস খুবই জরুরি। সরকার এ লক্ষ্যে নিরলস কাজ করছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহাঙ্গির আলম সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুস সালাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ্ মুফাচ্ছেল হক প্রমুখ।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.