ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় থানার কাছে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার খুব কাছেই পার্কিং অবস্থায় ইলিশ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক পোস্তগোলা থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী এক অটোরিক্সা চালক জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমি পোস্তগোলা থেকে যাত্রী নিয়ে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিলাম। থানার কাছাকাছি এসে দেখি একটি যাত্রীবাহী বাসে আগুন জ্বলছে। পরে আমি যাত্রী নিয়ে আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড চলে আসি৷।
ফায়ার সার্ভিস কেরানীগঞ্জ স্টেশন মাস্টার মোহাম্মদ কাজল জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সংবাদ পাই থানা এলাকার কাছে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনের অগ্নি নির্বাপক গাড়ি সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডে কোন জান মালের ক্ষয়ক্ষতি হয় নাই। যাত্রিবাহী বাসটি পার্কিং অবস্থায় ছিল।