× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভ্যান চোর চক্রের ২ যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ

নাটোর প্রতিনিধি

০৫ নভেম্বর ২০২৩, ১৪:২০ পিএম

নাটোরের লালপুরে ভ্যান চুরি করে পালানোর সময় ২ যুবককে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার (৪ নভেম্বর)রাত পৌনে ৮টার দিকে লালপুরের ত্রিমোহনীতে এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন,রামকৃষ্ণপুর গ্রামের আকরাম মন্ডলের ছেলে সজিব (২৪) ও কৃষ্ণরামপুর গ্রামের জমশেদের ছেলে জাফর (২৬)।

স্থানীয়রা জানান,  লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে মোহাইমিনুল ইসলাম (পাকা) নামের এক ব্যক্তি তার চার্জার ভ্যানটি (প্রীতি সিনেমা) হল মার্কেট মোড়ে রেখে প্রয়োজনীয় কাজে যায় এবং ফিরে এসে ভ্যানটি না পেলে তৎক্ষণাত স্থানীয়রা সহ খোঁজ-খুঁজির এক পর্যায়ে চুরি করে পালানোর সময় ত্রিমোহনীতে হাতেনাতে ধরা পড়েন তারা।

এ সময় ৩ জনের মধ্যে একজন পালিয়ে যান। বাকি দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে উপস্থিত জনতা।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা বর্তমানে পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।চিকিৎসা শেষ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.