ভোলার চরফ্যাশন উপজেলায় গভীর রাতে চট্রগ্রাম গামী যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা।
শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে চরফ্যাশন মুখারবান্দা বাস টার্মিনাল সংলগ্ন সড়কের পাশে বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে চরফ্যাশন থানা পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা ৩০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো.শাখাওয়াত হোসেন জানান, কে বা কাহারা বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে তৎক্ষনিক জানাতে পারেনি। তবে বাসে অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, চরফ্যাশন থেকে চট্রগ্রাম গামী যমুনা পরিবহন নামের একটি বাস টার্মিনাল সংলগ্ন সড়কের পাশে রেখে শ্রমিকরা ঘুমাতে চলে যায়। বাসে কোন ষ্টাফ না থাকার সুযোগে রাত ১টার দিকে দুবৃর্ত্তরা ওই বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় ৩০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। কে বা কারা বাসে আগুন দিয়েছে তার চিহ্নিত করা সম্ভব হয়নি।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মো. শাখাওয়াত হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। তবে দুবৃর্ত্তরা নাশকতার উদ্দেশ্য বাসে আগুন দিতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।