মহেশখালী উপজেলার কালারমারছড়ার ঐতিহ্যবাহী খউস্বরো গোষ্ঠীর সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মোজাফ্ফার আহমদ কালুর স্ত্রী ও মৃত বাহারুল্লাহ মাতাব্বারের কনিষ্ট কন্যা ফাতেমা বেগম (৭৫) অর্থাৎ দৈনিক পূর্বকোণ, বিজয় টিভি ও দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি,কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাস্মদ হোবাইব সজীবের মায়ের জানাজার নামাজ শেষে স্থানীয় মোহাস্মদ শাহ ঘোনা মনগাজি মসজিদের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমার জানাজার নামাজ শেষে মোহাস্মদ শাহ ঘোনার মনগাজি মসজিদ কবরস্থানে চিরনিন্দ্রায় শায়িত করা হয়।
তার জানাযার নামাজে অংশ নেন কালারমারছড়ার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারেক শরীফ, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেছ, দৈনিক সমকাল প্রতিনিধি মোহাম্মদ শাহাব উদ্দিন, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি হারুনুর রশিদ, সাংবাদিক শহিদুল ইসলাম কাজল, দৈনিক কালবেলা প্রতিনিধি রকিয়ত উল্লাহ, দৈনিক খবর পত্রের কাইছার হামিদ,দৈনিক সংগ্রাম প্রতিনিধি সরওয়ার কামাল, দৈনিক কক্সবাজার বার্তার ইয়াছিন আরাফাত, সাংবাদিক ইমরান নাজির, কপিল বিন আমির প্রমুখ।
তার জানাযার নামাজে সর্বস্তরের শোকাহত মানুষের ঢল নামে। চারদিকে আবেকঘনময় পরিবেশ সৃষ্টি হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি, সাবেক এমপি আলমগীর ফরিদ, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম,মহেশখালী প্রেসক্লাব, মহেশখালী উপজেলা প্রেসক্লাব, মহেশখালী অনলাইন প্রেসক্লাব, পেকুয়া উপজেলা প্রেসক্লাব, মহেশখালীর সব খবর, মাতারবাড়ী বার্তা২৪, বন্দর নিউজ, কক্সবাজার (সিবিএন), মহেশখালী পরিবেশ আন্দোলন (বাপা), মহেশখালীতে কর্মরর্ত সাংবাদিকবৃন্দ, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বসহ পেশাজীবিরা। তারা ফাতেমা বেগমের জীবন ও কর্ম স্মরণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমার ছেলে সাংবাদিক হোবাইব সজিব এক প্রতিক্রিয়া বলেন, আমার মায়ের মৃত্যুতে সহকর্মী, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশিরা শোকে কাতর হয়ে তাকে একনজরে দেখতে হুমড়ি খেয়ে এসে যে মহৎ দেখিয়েছে তা আমরা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখব। তিনি মাকে আল্লাহপাক জান্নাতুল ফেরদৌস দান করার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়েসহ অসংখ্যা গুনগাহী রেখে গেছেন।
উল্লেখ্য, মরহুমা ফাতেমা বেগম বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের পরামর্শে তাকে বাড়িতে নিয়ে আসা হলে গত শুক্রবার রাত সাড়ে ১২টার সময় তিনি মৃত্যুবরণ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2023 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh