× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নড়াইলে কিশোর-কিশোরীদের মধ্যে পোশাক বিতরণ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

০৫ নভেম্বর ২০২৩, ১৫:৪১ পিএম

নড়াইলের  লোহাগড়ায়  কিশোর-কিশোরীদের  মধ্যে পোশাক বিতরণ করা হয়েছে। 

রবিবার (৫ নভেম্বর) লোহাগড়া পৌরসভার ৭নং ওয়ার্ডে  কিশোর-কিশোরী  ক্লাবের  ৩০ জন সদস্যের মধ্যে এ পোশাক বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার  লক্ষীপাশা গ্রামের ৩৮নং এল,এল গার্লস সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কিশোর-কিশোরীদের  মাঝে  প্রধান অতিথি হিসাবে  পোশাক বিতরণ করেন মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মৌসুমী রাণী মজুমদার। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক কাজী কামরুল হুদা, লোহাগড়া পৌরসভার  প্যানেল মেয়র ও  পৌর কাউন্সিলর রাজিয়া সুলতানা বিউটি, মহিলা বিষয়ক অধিদপ্তরের লোহাগড়া অফিসের অফিস সহকারী মোর্শেদা বেগম, লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি শিমুল হাসান, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান   শিক্ষক পপি শীল প্রমুখ।

লোহাগড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা আক্তার জানান, ভবিষ্যৎ  প্রজন্মকে  বিশেষ করে  নারীসমাজকে  সঠিকভাবে  গড়ে তুলতে এবং পারিবারিক বৈষম্যের শিকার কিশোর-কিশোরীদের সমাজের উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করতে সরকার  গড়ে তুলেছে  কিশোর-কিশোরী ক্লাব। লোহাগড়া  উপজেলার ১২টি ইউনিয়নে ১টি করে এবং  লোহাগড়া পৌরসভায় ১টি  কিশোর-কিশোরী ক্লাব পরিচালিত হচ্ছে।

মহিলা ও  শিশু বিষয়ক মন্ত্রণালয়ের  অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত এ ক্লাবে কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালের  সমস্যা কীভাবে  মোকাবিলা করা যায়, যৌতুক, শিশু বিবাহ, নারী নির্যাতন, শিশু পাচার, এইডস কীভাবে প্রতিরোধ করা যায়  সেসব বিষয়ে ধারণা দেয়া হয়। এছাড়াও  আত্মরক্ষার কৌশল, সংগীত, কবিতা আবৃত্তি শেখানো হয়। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.