নওগাঁর বদলগাছীতে ২০২৩-২৪ মৌসুমে গম ,ভুট্টা, সরিষা,সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, শীতকালীন মুগ, মসুর খেসাড়ি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার বেলা ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী অফিসার মোঃ আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার কৃষকদের মাঝে বক্তব্য রাখেন ৪৮,নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান কিশোর ও যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সালাম, কোল ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জবির উদ্দীন এফ.এফ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান।
প্রধান অতিথি তার বক্তব্য শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ।
এসময় আরোও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজুল ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তারাসহ সাংবাদিক, সূধীজন ও বিভিন্ন ইউনিয়নের কৃষকরা।
এসময় ৩৫০ জন কৃষকে গম, ৫৬০ জনকে ভুট্টা, ১২শ জনকে সরিষা, ৫০ জনকে সূর্যমুখী, ৪০ জনকে চিনাবাদাম, ৮০ জনকে পেঁয়াজ, ৬০ জনকে শীতকালীন মুগ, ১৮০ জনকে মসুর ও ২৮০ জন কৃষকের মাঝে খেসাড়ি ডালের বীজ বিতরণ করা হয়।
সরিষা, সূর্যমুখী ও পোঁয়াজ চাষীদের মাঝে প্রতিজন কৃষককে ১ কেজি করে বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। শুধুমাত্র পেঁয়াজ চাষীদের এমওপি সার দেওয়া হয় ৫ কেজি করে।
শীতকালীন মুগ ও মসুর ডাল চাষের জন্য প্রতিজন কৃষককে ৫ কেজি করে বীজ ও খেসাড়ী ডাল চাষের জন্য ৮ কেজি করে বীজ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
অন্যদিকে,প্রতি জন গম চাষীদেরকে ২০ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি। চিনাবাদাম চাষীদেরকে ১০ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি।
অপরদিকে, প্রতিজন ভুট্টা চাষীদেরকে ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। এই উপজেলায় মোট ২৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হয়।