কিশোরগঞ্জের ভৈরবে ডিবির অভিযানে ৪৮ বোতল বিদেশি মদ ও একটি ট্রাকসহ মনির হোসেন (২২) নামের এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে কিশোরগঞ্জ ডিবি পুলিশ।
রবিবার ৫ নভেম্বর ভৈরব উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন ঢাকা সিলেট মহাসড়কের নাটালের মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। মো: মনির হোসেন সিলেট জেলার গোয়াইনঘাট থানার মৃত আ. সালামের ছেলে।
জানা যায়, কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি:) মো. নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় রবিবার ৫ নভেম্বর ভোর ০৫.২০ মিনিটের দিকে ভৈরব থানাধীন ভৈরবপুর গ্রামের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে টোল প্লাজার অনুমান ১৫০ গজ উত্তরে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড়ে অভিযান পরিচালনা করে আসামি মো. মনির হোসেনের একটি ট্রাক তল্লাসি করে ৪৮ বোতল বিদেশি মদসহ তাকে আটক করে। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।