× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগেরহাটে ডিবি পুলিশ পরিচয়ে টাকা ছিনতাই, আটক ২

বাগেরহাট প্রতিনিধি

০৫ নভেম্বর ২০২৩, ১৮:২৭ পিএম

বাগেরহাটে ডিবি পুলিশ পরিচয়ে টাকা ছিনতায়ের অভিযোগে দুই কারারক্ষিকে আটক করেছে পুলিশ। শহরের দশানী মোড়ের বিকাশ এজেন্ট মো. রমজানের ৭ লক্ষ টাকা ছিনতাইয়ের সময় স্থানীয়রা প্রসাদ সরদার নামের এক কারারক্ষিকে আটক করে। পরে মনিরুল ইসলাম নামের আরও এক ছিনতাইকারীকে আটক করে পুলিশ।

শনিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া গ্রামে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

এসময় এদের কাছ থেকে টাকা বহনের ব্যাগ ও ৬টি মুঠোফোন উদ্ধার করা হয়। তবে টাকা নিয়ে পালিয়ে যাওয়া অপর ছিনতাইকারীর পরিচয় শনাক্ত হলেও এখনো তাকে আটক করতে পারেনি পুলিশ।

আটককৃত প্রসাদ সর্দার (৩২) যশোর জেলার কেশবপুর উপজেলার আছির সর্দারের ছেলে এবং মনিরুল ইসলাম (৩০) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া গ্রামের হেলালের ছেলে। আটককৃত দুইজনই বাগেরহাট জেলা কারাগারের কারারক্ষী হিসাবে কর্মরত রয়েছেন।

বিকাশ এজেন্ট রমজান বলেন, শনিবার রাতে দোকান বন্ধ করে মোটর সাইকেল যোগে বাড়িতে রওনা দিলে বাড়ির গেটে পৌঁছানোর সাথে সাথে গ্রেফতারি পরোয়ানা আছে বলে এক মোটরসাইকেলে থাকা তিনজন মিলে আমাকে হ্যান্ডকাপ লাগানোর চেষ্টা করে। তারা আমার কাছে থাকা নগদ ৭ লক্ষ টাকা ও মুঠোফোনের ব্যাগ ছিনিয়ে নেয়। আমি চিৎকার দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি ছিনতাইকারী প্রাসাদ সর্দারকে জাপটে ধরতে সক্ষম হই। বাকি দুইজন আমার টাকা ও ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। আমি আমার টাকা ফেরত চাই।

স্থানীয়রা জানান, রমজানের ডাক চিৎকার শুনে আমরা দৌড়ে এসে এক ছিনতাই কারীকে ধরতে সক্ষম হই এবং বেঁধে ফেলি। পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়। এর আগেও এই এলাকায় ছিনতায়ের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে অপরিচিত যুবকরা এই এলাকায় টহল দেয়। আমরা এই ছিনতাইকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। 

জেল সুপার শংকর কুমার মজুমদার বলেন, মনিরুল ও প্রসাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ের দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে। আটকের বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা বলেন, ছিনতাইয়ের সময় স্থানীয়দের হাতে আটক মনিরুলের তথ্য অনুযায়ী প্রসাদ সরদারকে আটক করা হয়েছে। অভিযান চালিয়ে একটি সুপারি বাগান থেকে টাকা ও মুঠোফোন রাখার ব্যাগ এবং ৬টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। অপর ছিনতাইকারীকেও শনাক্ত করা হয়েছে এবং তাকে আটক ও টাকা উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.