× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আ.লীগের সাথে নির্বাচনের ঘোষণা একাত্তর গণতান্ত্রিক পরিষদের

রংপুর ব্যুরো

০৫ নভেম্বর ২০২৩, ১৮:৩৮ পিএম

বিএনপি-আওয়ামী লীগ-জাতীয় পার্টির গতানুগতিক রাজনৈতিক ধারা থেকে বের হয়ে দেশে একটি মুক্তিযুদ্ধভিত্তিক স্থির সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরির ঘোষণা দিয়েছেন ৭১ গণতান্ত্রিক পরিষদ নামের একটি নতুন রাজনৈতিক দল। এসময় দলটি আওয়ামী লীগের সাথে সংসদ নির্বাচনে যাওয়ারও ঘোষণা দেয়।

রোববার (৫ নভেম্বর) দুপুরে রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম সাজু।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাকিবুল ইসলাম, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান লিটন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সদস্য এনামুল হক প্রমুখ।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাজু বলেন, পিটার হাস বাংলাদেশে অযাচিতভাবে হস্তক্ষেপ করছে। এটা ঠিক নয়। কারণ তিনি একটি রাষ্ট্রের চাকরিজীবি। একজন কর্মকর্তা কখনও রাজনীতির বিষয়ে হস্তক্ষেপ এবং কথাবার্তা বলতে পারেন না।

তিনি আরও বলেন, আমরা দেশে একটি জ্ঞানভিত্তিক স্থির রাজনীতি উপহার দিতে চাই। সবক্ষেত্রে মানুষের কল্যান কায়েম করতে চাই। এসময় আওয়ামী লীগের সরকারের অধীনে নির্বাচনও করার ঘোষণা দেন তিনি।

সাজু বলেন, আমরা সব সময় প্রগতিশীল সংগঠনের পক্ষে থাকবো। দলের নিবন্ধন নেয়ার জন্য নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী দল গোছানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান।

তিনি আরও বলেন, নিবন্ধন না পেলেও রংপুর অঞ্চলের আসনগুলো থেকে তার দল প্রতিদ্বন্দ্বিতা করবে। তিন মাসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন রাজনৈতিক দল ঘোষনা করা হয়। এখন চলছে বিভিন্ন পেশার মানুষের সাথে ধারাবাহিক মতবিনিময়।  

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.