বিএনপির দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন আজ রোববার সন্ধ্যায় ঢাকার ব্যস্ততম এলাকায় বাংলামোটর মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আজ এর আগে ঢাকার বিভিন্ন জায়গায় পাঁচটি বাসে আগুন দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন গণমাধ্যমকে জানান, সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলামোটর মোড়ে একটি বাসে আগুন লাগার খবর পান তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি গত সপ্তাহে এক দিন হরতাল ও টানা তিন দিন সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে। রোববার থেকে আবার তাদের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। এই কর্মসূচি শুরুর আগের দিন গতকাল শনিবার সন্ধ্যার পর থেকেই ঢাকায় গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যার পর কয়েক ঘণ্টায় ঢাকায় অন্তত চারটি বাসে আগুন দেওয়া হয়।
ঢাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ভোররাতেও। ভোররাত চারটায় ডেমরার মাতুয়াইলের সাদ্দাম মার্কেটের সামনে এবং শ্যামপুরের জুরাইন বালুর মাঠ এলাকায় দুটি বাসে আগুন দেওয়া হয়। এরপর ভোর সোয়া পাঁচটায় মিরপুর-৬ নম্বরে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। সকালে মেরাদিয়ার বাঁশপট্টি এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তাতে ওই বাসের যাত্রী সবুজ মিয়া (৩০) দগ্ধ হয়েছেন, যিনি অপর একটি বাসের চালক।
এরপর বিকেল পৌনে চারটার দিকে মিরপুরে বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।