× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে গণতন্ত্র মঞ্চের নেতা আটক

রংপুর ব্যুরো

০৮ নভেম্বর ২০২৩, ১৪:০৩ পিএম

রংপুরে অবরোধ কর্মসূচির সমর্থনে বের করা বিক্ষোভ মিছিল থেকে গণতন্ত্র মঞ্চের এক নেতাকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার মোফাখাখারুল ইসলাম মুন গণসংহতির ভারপ্রাপ্ত জেলা সম্পাদক। এর আগে মিছিল ছত্রভঙ্গ করতে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করা হয়।

মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রংপুর প্রেসক্লাব চত্বরের সামনে এ ঘটনা ঘটে।  বিএনপি-জামায়াত-গণতন্ত্র মঞ্চসহ সমমনা দলগুলোর ডাকা তৃতীয় দফার অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চ।

সন্ধ্যায় রংপুর নগরীর প্রেসক্লাব এলাকা থেকে মিছিল নিয়ে জীবন বীমা মোড় হয়ে প্রেসক্লাব চত্বরে ফিরে আসে মঞ্চের নেতাকর্মীরা। সেখানে জমায়েত হয়ে স্লোগান দেয়ার পাশাপাশি সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জেএসডি জেলা শাখার সভাপতি আমিন উদ্দিন বিএসসি, মহানগর নেতা এবিএম মশিউর রহমান, আব্দুর সাদেক জিহাদী, গণসংহতির জেলা সমন্ময়কারী তৌহিদুর রহমান, রাজনৈতিক সমন্ময়ক জুবায়ের আলম জাহাজী প্রমুখ।

সমাবেশ শেষে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে। এসময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবতীর্তে পুলিশ অভিযান চালিয়ে গণসংহতির ভারপ্রাপ্ত জেলা সম্পাদক মোফাখাখারুল ইসলাম মুনকে আটক করে।
 
এদিকে গণতন্ত্র মঞ্চের নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.