× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালিয়াকৈরে বিএনপির কেন্দ্রীয় সদস্যসহ আটক ৬

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

০৮ নভেম্বর ২০২৩, ১৪:০৯ পিএম

তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যসহ ৬ জনকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। 

বুধবার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অন্যান্য নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। 

পুলিশ জানায়, অবরোধ সমর্থনে বুধবার সকাল সাড়ে ছয় টার দিকে উপজেলার বোর্ডঘর এলাকায় বিএনপি নেতা কাজী ছাইয়েদুল আলম বাবুলের নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করছিলেন। এ সময় তারা মহাসড়কে নাশকতার পরিকল্পনা করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃত নেতারা  হলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বর্তমান সদস্য কাজী ছাইয়েদুল আলম বাবুল (৫৫), চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রব্বানী (৫৬), উপজেলা বিএনপির নেতা মোঃ মোসলেম উদ্দিন (৫০), চাপাইর ৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মোকলেস মৃধা লিটন (৪৮), ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও উপজেলা বিএনপি সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন (৫৫), কালিয়াকৈর পৌর ৩ নং ওয়ার্ড এর শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ খোকন (৪০)। 

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মোঃ সাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অবরোধ সমর্থনে তারা ওই এলাকায় নাশকতা করার পরিকল্পনা করেছিল। খবর পেয়ে তাদের আটক করা হয়েছে। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.